একজন বাংলাদেশী সাইবার যোদ্ধা

সিম্বিয়ান ফোন ব্যবহারকারিদের জন্য ১টি ইমেইল সফটওয়্যার

Posted by BackBone On বুধবার, ২১ মার্চ, ২০১২ 0 comments

আমাদের  অনেকের অনেক ইমেইল আইডি আছে । কাজের চাপে সবগুলো ইমেইল চেক করা হয়না ।  অনেক সময় দরকারি ইমেইল সমূহ দেখা থেকে বঞ্চিত  হই । এই জন্য এখন আমি যেই সফটওয়্যার  শেয়ার করব সেটা দিয়ে আপনি অসংখ্য ইমেইল চালু রাখতে পারবেন ।
সফটওয়্যারটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন http://gallery.mobile9.com/f/1906967 (ডাউনলোড) তারপর ইন্সটাল করে নিন । এখানে আপনি জিমেইল , ইয়াহু সব মেইল ইউস করতে পারবেন । পদ্ধতি সহজ , সফটওয়্যারটি ওপেন করে সেটিংস থেকে নিউ মেইল বক্স ক্লিক করে আপনার আইডি ও পাসওয়ার্ড  দিন, এভাবে যত খুশি ইমেইল যোগ করতে পারবেন । আপনি এই কাজটি আপনার ডিফল্ট  এসএমএস থেকেও করতে পারবেন , আমি ই৭১ এর মাধ্যমে বুজাচ্ছি  । জাস্ট মেসেস থেকে অপশন , সেটিংস ক্লিক করে ইমেইলে ক্লিক করুন । এখানে অপশন থেকে নিউ মেইল বক্স ক্লিক করে আপনার ইমেইল পাসওয়ার্ড  দিন, এভাবে তিনটি করার পর উপরে আলোচিত সফটটি  নকিয়া নিজ থেকে ডাউনলোড করা শুরু করবে, অপশন থেকে রেট্ট্রিব সময় সেট করে দিলে এটি নিজ থেকে ইমেইল চেক করবে ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন