আজ আপনাদের দেখাব কীভাবে আপনি আপনার পিসিতে উবুন্টু ইন্সটল করবেন। তাহলে দেখুন……………
















কাজ শেষ। এবার উবুন্টু ব্যবহার করতে থাকুন।
উবুন্টু বর্তমানের একটি জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটি সবার জন্য একদমই ফ্রি করা হয়েছে। আর এটির ব্যবহারও অনেক সহজ। তাই অনেক ব্যবহারকারিই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছেড়ে এখন উবুন্টুতে বসবাস করছেন। যাক, আজ শিখুন কিভাবে আপনি আপনার পিসিতে উবুন্টু ইন্সটল দেবেন। কোনটা আগে দেখাব ???? চিন্তায় পড়ে গেলাম। ঠিক আছে, আগে দেখাব কীভাবে আপনি আপনার ব্যবহৃত উইন্ডোজ অপারেটিং এ উবুন্টু ইন্সটল করবেন। তারপর দেখাব কীভাবে আপনি আপনার পিসিতে নতুন একটু উবুন্টু কপি ইন্সটল করবেন।
- প্রথমে এখান থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সেটআপ দেয়ার ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
- তাহলে একটা পপ আপ বক্স আসবে। Save এ ক্লিক করুন।
ইন্টারনেট এক্সপ্লোরার
ফায়ারফক্স
ইন্সলেশন
- ডাউনলোড করার ফাইলটি চালু করুন। তাহলে নিচের মতো আসবে।
- এবার ‘Continue’ বাটনে ক্লিক করুন।
- এবার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে ‘Install’ বাটনে ক্লিক করুন।
- তাহলে ইন্সটল শুরু হয়ে যাবে।
- ইন্সটল শেষ হলে ‘Finish’ বাটনে ক্লিক করুন ও রিস্টার্ট দিন।
- রিস্টার্ট হওয়ার পর আপনার বুট মেনুতে দুইটা অপারেটিং সিস্টেম দেখাবে।
- ‘Ubuntu’ তে ক্লিক করুন। তাহলে উবুন্টুতে বুট করবে।
———————————————————————————————————————–
নতুন কপি ইন্সটল করা
- আগে একটু দেখে নিন কেমন থাকবে আপনার সিডির ভিতরে ফাইলগুলো।
- সঠিক ফাইল

- ভুল বার্ণ করা ফাইল
- প্রথমে উবুন্টুর সিডি/ডিভিডিটি আপনার পিসির ডিভিডি রমে প্রবেশ করান।
- এবার পিসি রিস্টার্ট করুন।
- এবার বায়োস সেটিং এ যান।
- এজন্য আপনার বায়োসে প্রবেশ করার জন্য যেটা দরকার সেই কী টি চাপুন। যেমনঃ ESC, F1, F2, F10, F12, Ctrl-Esc, Alt-Esc, Ctrl-Alt-Esc, Ctrl-Alt-Enter একেক একেক বায়োসে একেক কী সেট করা থাকে।
- তবে বেশিরভাগ বায়োসই DEL কী দেয়া থাকে।

- এটা হল BIOS boot menu screen

- এবার আপনার পিসির বুট মেনু থেকে সিডি রম ড্রাইভটি First Boot Device করুন।
- এবার বায়োস সেটিং সেভ করুন।
- তাহলে রিস্টার্ট হয়ে নিচের মতো আসবে।
- এবার Countine বাটনে ক্লিক করুন।
- এবার আপনার পচন্দ অনুযায়ী অপশান সিলেক্ট করে Countinue বাটনে ক্লিক করুন।
- এবার আপনার লোকেশান সিলেক্ট করুন।
- কী-বোর্ড লেআউট সিলেক্ট করুন।
- এবার আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিন।
- তাহলে ইন্সটল দেখুন অথবা আপনার বাসায় চা তৈরি করে চা খান বসে বসে
- ইন্সটল শেষ হলে Restart করুন।
কাজ শেষ। এবার উবুন্টু ব্যবহার করতে থাকুন।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন