একজন বাংলাদেশী সাইবার যোদ্ধা

BBM লেমার এর ইতিকথা ( ছেলে না হিজড়া )

Posted by BackBone On বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২ 1 comments

  • এই পোষ্টটি মূলত করেন  Sahariar Rahman বাংলাদেশ সাইবার আর্মি তে ।সময়ের প্রয়োজনে আমরা এই পোষ্ট টিকে আরো অর্থবহ করে আপনাদের সামনে উপস্থাপন করলাম ।
 সেন এখন শুরু করি : পোষ্টটি তিনি সাইবার যুদ্ধের সময় লিখেন । তখন ভোর ৫টা বাজতে চলেছে তাও তিনি লিখছেন তার একসময়ের বন্ধু ব্ল্যাক বার্ন মুনলিটকে নিয়ে । আজ থেকে ৩ মাস আগের কথা। তিনি আর ব্ল্যাক বার্ন মুনলিট একসাথে কাজ করতো বিসিএ তে। তাদের চলছিল ভালই। একদিন দেখলো বিসিএ তে এক সুন্দরী একটা মাইয়া জয়েন করেছে । তার প্রোফাইল এর বিবরন মতে তিনি  বন্ধু ব্ল্যাক বার্ন মুনলিট এর সপ্ন কন্যা । সেও বেশ ভালই আই.আই.এস জানে । ( মেয়ে হিসেবে যথেষ্ট ) তখন থেকেই ব্ল্যাক জেন আধারে হারাইয়ে গেল । 

মোবাইলে বাংলা ওয়েবসাইট

Posted by BackBone On সোমবার, ২৬ মার্চ, ২০১২ 0 comments

সাধারণত মোবাইলে বাংলা ওয়েবসাইট ব্রাউজ করলে ফন্ট দেখায় না। তবে আপনি চাইলে সহজেই মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখতে পারেন।

:: BBHH Leaks- Movie Behind the Screen ::

Posted by BackBone On বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২ 0 comments

বাংলাদেশের সাইবার ওর্য়ার এর নেতৃত্য দান কারী গ্রুপ হিসাবে BBHH ( BANGLADESH BLACK HAT HACKERS ) এর জনপ্রিয়তা বর্তমানে অনেক। প্রতিদিন BANGLADESH BLACK HAT HACKERS  গ্রুপে সাধারণ মানুষ অনেক কমেন্ট করছে , অনেকে পোষ্ট করছে ।সবাই তারা BBHH কে ভালবেসে করে কিন্তু এই গ্রুপের প্রতি বর্তমানে বেশ কয়েকটা প্রশ্ন থেকে যায় ।
নিচে তার কয়েকটা প্রশ্ন দিলাম - কারণ আরো আলোচনা বাকি :

চিনে নিন বিশ্বের সবচেয়ে সুন্দরী হ্যাকারকে।

Posted by BackBone On বুধবার, ২১ মার্চ, ২০১২ 0 comments

ক্রিস্টিনা ভ্লাদিমিরভনা ভেচিন্সকায়া (Russian: Кристина Владимировна Свечинская,জন্ম : February 16, 1989) একজন রাশিয়ান অর্থ পাচারকারী হ্যাকার।নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ছাত্রী থাকাকালীন সময়ে তিনি বেশ কিছু ব্রিটিশ ও আমেরিকান ব্যাংক থেকে অর্থ পাচার এবং নকল পাসপোর্ট ব্যবহারের দায়ে অভিযুক্ত হন।অভিযোগ অনুযায়ী তিনি ব্যাংক অ্যাকাউন্ট আক্রমনের কাজে Zeus Trojan Horse ব্যবহার করেছিলেন এবং আমেরিকা ও ওয়াছভিয়াতে অন্তত ৫ টি অ্যাকাউন্ট খোলেন,যেখানে পাচারকৃত ৩৫০০০$ পৌছেছিল।ধারনা করা হয় যে,তিনি আরো ৯ জনের সাথে ৩ মিলিয়ন ডলার সরিয়েছিলেন।তিনি তার আবেদনময়ী অথচ সাধারন উপস্থিতি তাকে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী হ্যাকার হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
ইংরেজিতে পারদর্শী ক্রিস্টিনা স্তাভ্রপল স্টেট ইউনিভার্সিটিতে পড়াশুনা করছিলেন।তার মা জানান,তার বাবার মৃত্যুর পর তাদের পরিবার ১২০০০ রুবলের বেতন দ্বারা চলছিল।তিন বছর পর ক্রিস্টিনা একটি ফাস্টফুডের দোকানে কাজ নেন।কিন্তু এই উপার্জন যথেষ্ট না হওয়াই তিনি একজন হ্যাকারের অর্থ পাচারকারী হিসেবে নিযুক্ত হন।এসময় তাকে ৮-১০% শেয়ার দেওয়া হত।তিনি ২০১০ সালে গ্রেপ্তার হন।
আরো দেখুন আমার সাইটে- ইনফোকাসটুইউ

আমাদের  অনেকের অনেক ইমেইল আইডি আছে । কাজের চাপে সবগুলো ইমেইল চেক করা হয়না ।  অনেক সময় দরকারি ইমেইল সমূহ দেখা থেকে বঞ্চিত  হই । এই জন্য এখন আমি যেই সফটওয়্যার  শেয়ার করব সেটা দিয়ে আপনি অসংখ্য ইমেইল চালু রাখতে পারবেন ।

এখন  সিম কার্ডের দাম অনেক কম  হওয়াতে আমাদের অনেকের কাছেই একাধিক অপারেটর এর সিম থাকে ।  কিন্তু অসুবিধা একটাই আমরা আমাদের নিজেদেরই এতগুলো মোবাইল নাম্বার
মনে রাখতে পারি না ।তাই আজকে দেখুন কিভাবে আপনি আপনার সিম নাম্বারটি বের করবেন ।

আজ আপনাদের দেখাব কীভাবে আপনি আপনার পিসিতে উবুন্টু ইন্সটল করবেন। তাহলে দেখুন……………

মাইক্রোসফট উইন্ডোজ ও লিনাক্স কম্পিউটার অপারেটিং সিস্টেমের মধ্যে তুলনা সব সময়ই এই দুটির ব্যবহারকারীদের মাঝে একটি অন্যতম আলোচনার বিষয় হয়ে থাকে। বর্তমানে ডেস্কটপ ব্যবহারকারীর দিক থেকে উইন্ডোজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয়, ও বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম। অপরদিকে লিনাক্স হচ্ছে সবচেয়ে উন্নত, এবং মুক্ত একটি অপারেটিং সিস্টেম।

লিনাক্স

                                                                                                                 উবুন্টু (লিনাক্স ডিস্ট্রিবিউশন)

লিনাক্সঃকম্পিউটার যন্ত্রের জন্যে তৈরি একটি পরিচালক ব্যবস্থা (অপারেটিং সিস্টেম)। লিনাক্স অপারেটিং সিস্টেমের কার্নেল বা মূল অংশকেও লিনাক্স বলা হয়।